_________________


আমরা চলে যাই নিঃশেষ কোথায়?
নীলের ওপারে নাকি বেনামি মেঘের ভেতর
ধুয়ে যাই;ক্ষয়ে যাই,রয়েসয়ে বয়ে যাই
এ্যামিবার মতো শেষে পানিতে থাকি শুয়ে!
থাকাথাকি মিছে ফাঁকি;ঢাকাঢাকি ভরা
আমাদের হারজিত,নক্ষত্রের আভাহীন
- মৃত্তিকার নামগন্ধ নেই এতটুকু!
সরল জীবনবেদে গরল যৌবন মায়া
মাখামাখি তিনকালে,চাপাচাপি জরা খরা
প্রেমের দেয়ালে মূলে শ্যাওলাজমাট!  
উজ্জ্বল আঘাতচিহ্নে,হতাশার কম্পন
-জীবাণু জবানে বলি সত্যমিথ্যা রাতদিন।


রঙকানা প্রতিভার ক্ষীণ প্রতিবিম্বে
মহাকাব্যে রচে যাই;মৃত্যুবীজের নিবন্ধ  
প্রভাত তটিনী চাই,পতঙ্গ উড়ালকালে
পঙ্কিল সময়ভূমে ছুটে চলা হয়রানি!
রাখতে পারিনা সেথা অঙ্কিত রঙছায়া
-ফিরে ফিরে বারবার অরণ্য বধ করি!
উদার সূর্যের কৃপা স্ফটিক সুধার আলো
করতে পারেনি আর আমাদের ভালো!
অনাচারী রয়ে যাই তিমিরের ঘনতলে
-আগাগোড়া তামাশার মানবিক কাতুকুতু।


কমলদীঘিরে কেটে বানিয়ে শুকনো হৃদ
সেইখানে বসে বসে;জোড়হাত করতালি
লম্ফঝম্প শিখে নেয়া ঘরকুনো ব্যাঙ
লাফাতে লাফাতে শেষে,ভুলে যাই কুয়ো!
অনুকরণের ক্ষতে খরস্রোতে ডুবে
-আমরা পারিনা নিতে রাঙা অবসর।
রূপোলী দিনের সাথে কৃষ্ণ রজনী বিলীন
সাহস বিনাশ করি উষ্ণ পরিহাসে!
এভাবে চলে যাওয়া;আসাযাওয়া খালি
পৃথিবীপ্রীতির বুকে অবাক প্রশ্ন ভাসে!
মেরুনিশীথের কাছে হারাবো যেদিন-
এমনি মানুষ রবো নাকি অন্যমানুষ হবো?


<<>++++++©©+++++<>>