<>∞∞∞∞∞-=✪✪-=∞∞∞∞∞<>


ধুর ছাই এলোমেলো;ছেড়ে যাই চলো
পানসে লাগছে বড়ো জোলো জোলো ব্যথা
বিরহের কথাটথা আগুনে পুড়িয়ে-
মেঘকালো সময়ের সাথে বেঁধে দেবো আড়ি
তারপর লিখে দেবো সাদা'কবিতা!
গভীর বেদনা হবো উপমাবিহীন;
কে আছো সাথী ওগো,অন্তর জুড়িয়ে যাও
-বিয়োগবিধুর আমি নীরবে কাঁদতে চাই!


থাকবেনা পরিচয়;মাখবোনা রঙ
বেনিয়া পিরিতি কোলে রাখবোনা মাথা!
প্রেমটেম করে দিতে ছিন্ন-
অকূলের তীরে তীরে;বানাবো সবুজ বাড়ি
ভুলে যাবো সাঁতারের,ডুবটুব প্রথা!
এসো তবে তোমরাও মিছিলে অভিন্ন
শোক নয় সুখ নয়;সুধাময় প্রীতি
সুমধুর গীতি নয়,কৃতিময় স্মৃতি দাও।


অযাচিত রোদনের;শুনবো না সুর  
আনমনা সাথীদের,মিনমিনে রূপকথা!
জড়িয়ে গড়িয়ে আর কানভারী নয়-
কানেতুলো দিয়ে চলো ঘুমিয়েটুমিয়ে পড়ি
সবিনয়ে ছুঁড়ে দিই অবিনয়ী মানবতা!      
বিন্দু বিন্দু করে;জমে গেলে সলা
নমনীয় মননের গড়ে নেবো দল
-চলমান হবে এসো হাতখানি ছুঁয়ে যাও।


<>==∞∞∞∞∞©©∞∞∞∞∞==<>