==========================
     -<<<>>=-=||||[[♣]]||||=-=<<>>>-
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


ক্লান্তিহীন সময়ের কানেকানে বলে যাই;
দিনশেষে ভুলে গেছে যারা,সুবিমল কোমল প্রণয়
তাদের সাথে আড়ি দিয়েই! দূরে চলে গেছি বোলো!


সাক্ষী রেখে গেছি এই খালবিল,নদীমাতা
দুপুর ঘুঘুর ডাক, বাবুইপাখির বাসা।
পুকুর দিঘির পাড়;তাল সুপারির পাতা
বাহারি পুইলতা,সজনেডাঁটার তলা
নারকেল বাগানের কাছে কালোজাম গাছ
সুঘ্রাণ এলাচ লেবু,গবাক্ষের তরুলতা।
ধানক্ষেত;পানবন,রাইসরিষার জমি
অড়হর,কলাইর ভিঁটে,হলুদের খোলা
স্মৃতিময় শরণে দেখো প্রেমময় পাবে আঁচ
মনে রেখো এইসব অপলক সরলতা
ঘুমপিয়াসী হৃদয় আজ সুষুপ্ত মিশরি মমি
অনাগত সময়েরে বলে দিয়ো মনখোলা।


নিমেষনিহত স্মৃতি,ঝরাপাতা,কাশবন
ডাকাতিয়া তীর ঘেঁষা সাদা বালুচর
মেঘনার মায়ার আঁচল,তিনমোহনার খাড়ি
বারিষার মিঠাপানি মীনজাত আনাগোনা
জোয়ারভাটার জল, ভরাও মরাকটাল
বেনোজলে মিশে থাকা বিপন্ন মরণ।
বনের ময়না, টিয়া, ফিঙে শালিকেরা
তোমাদের গানে গানে করিয়ো স্মরণ;
উত্তরের বাতাসে মেলিয়ো প্রসারিত ডানা
খসান পালক ঝেড়ে;দখিনদুয়ারে এসো
মনে করে দেখো ঠিক,এইখানে ছিলো
শিমুল পলাশ রঙা কিছু,মানুষের ঘর বাড়ি।


হঠাৎ মেঘের মতো নয়!খুব বেশি ভালোবেসে
- সেইসব দিনরাত ছিলো প্রদৃপ্ত জ্ঞানময়
হেলা পেয়ে চুপ করে শুধু;অজানায় গেছি ভেসে!


=========================
      -<<<>>=-=||||[[©]]||||=-=<<>>>-
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::