=--==<><[[|||[[♣]]|||]]><>==--=


আলোর দেশে পথের শেষে;একই পথের দেখা
বসতি ছাড়া নিরন্ন জন,
             কান্না ঝরা হায় অভাজন!
ভাবতে পারো গরীবলোকে;বিধির বিধান লেখা
আহা! ঝিলিক বাতির তলে
             দুঃখের ঝলক পলে পলে -
দেখি সব একই রকম; শোষণ প্রথায় শেখা
হাসিমাখা ঝকঝকে মুখ
             মধুর বোলে বিষাক্ত সুখ!
আসল কথা গোপন করে;লুকিয়ে অভাব রেখা
শ্রেণির একই ছলাকলা
            একই দেখি ক্ষুধার জ্বালা।


রুখবে যারা বিভেদ কারা;ওরাই অধিক ভুখা
সবখানেতেই এই ব্যবধান
             অসঙ্গতি সমান সমান!
মরবে যদি মরুক ওরা;ভুলে ভরা মাপা জুখা
আড়াল করা শঠ স্বভাবী,
             ওদের চালে সব অভাবী
ধনের পাহাড় কোলে ধরে;পোড়ায় দাহন সুখা
পাহাড় ধসে মরুক ওরা-
              চামড়া খসে ধরুক জরা
ক্ষুধার অন্নে ভাগ বসানো; খাদক আগুনমুখা।


______________________
=--=©=<><[[|||[[©]]|||]]><>=©=
______________________