--ঃঃঃঃঃঃঃ ✪✪ ঃঃঃঃঃঃ--


ভালোবাসার শতাব্দীতে ফিরে যাবার পথে
লালকমলের সাথে দেখা হয়নি আর!
ঝড়ে কবলিত ডুবন্ত নৌকার পাটাতন ধরে
কোনোমতে অজানা দ্বীপে পৌঁছালে -
গাছপাতার ঘোমটা হতে দু'এক বাক্য শিখে
ভারবহনের কয়েকমুঠ সারমর্ম ধার নিয়ে      
নীলকমলের রূপকথা লিখতে লিখতে
রহস্যগুহার গহ্বরে হারিয়ে যাই একদিন;
অতঃপর অতিথি অতীত!
বর্তমানের সাথে সাঁকো গড়ার আগেই
গড়াগড়ি খায় জলো জলোচ্ছ্বাস    
ভ্রষ্টতারার আলোয় বিনষ্ট পাঠের আস্বাদন
হোঁচট খেতে খেতে মুখস্থ করি প্রস্তরলিখন!


দাঁত চেপে জিভে চেটে; অন্ধ অনুকরণ  
অপারগ ভাবঝাঁপি খুলে খুলে দেখি-
পাথুরে পর্বের তলে নীরস গল্পের ফাঁদ!      
চাঁদসওদাগরের প্রেমের পুরনো কাসুন্দি  
বিলুপ্ত ছন্দের মড়া নিখোঁজ স্বরের ভিড়ে
খিল আঁটা পড়ে থাকা সুরের দুয়ার!
অসংখ্য বিষণ্ণ বিলাপ ধ্বনিত কণ্ঠস্বর    
বেগানা বেগারা শব্দে আটপৌরে প্রতিধ্বনি!

অগণিত অশনির গোঁগোঁ সওয়ার  
ঢেউ ভুলে মরে যাওয়া অতলান্ত সাগর  
বাতাসের শরীর কেটে কাব্যসাঁতার!  
আশা ছেড়ে চলে যাওয়া চেঙ্গিস বীরগাঁথা
খিলজির সেনাপতি গোবেচারা ভাষা
- অনন্ত দাঁড়িয়ে থাকে ভুখা মুসাফির!
সারবাঁধা অমিলের বিপন্ন দোলা;    
টুকরো শীতলতার নামে বেমানান মাত্রা
নষ্টচাঁদের তাপে বিগলিত হিম!
মলিন জোছনার ছায়ে নিরীহ আলোকলতা
আঁকড়ে ধরে রাখা অতসীর ঠোঁটে  
নক্ষত্রলোকের পরে,অদৃশ্যের মৌনযাত্রা  
-স্বখাতে ফিরতে না পারা বিবাগী নদ!    


-ঃঃঃঃঃঃঃঃঃ©ঃঃঃঃঃঃঃঃ-