--:::::===♣===:::::--


আনাড়ির মতো হামাগুড়ি দিয়ে
কতদূর যাবে আর
গেয়ে গেয়ে এক গান!
দন্তহীন অন্তঃসার
এসব শুনিয়ে কোথা যাবে নিয়ে
আহারে বুদ্ধু পরাণ;
কখন থামবে শেষ,জেনেছ সঠিক!
বিষ মেশা চারপাশে অবভাস
দিকহারা,দলহারা গোয়ার বেঠিক!


ভুলভালে ভরা গোলমালে
বিফল কুফল রবে বিতথ প্রতীক্ষা
নকল বিকল হবে সমূল অসার
লজ্জার সজ্জায় ঠোক মারা কালে
হাত পাতা হাভাতের দল।
কতো আর এইভাবে দিন পার!
নিদাঘ খরায় পুড়ে রঙঢঙ ফিকে
ভিক্ষার দীক্ষায় এই কোন শিক্ষা!
ভাবো ঠিক যাবে কোনদিকে
জাত মারা অজাত অচল!


=======©©=====