-<<>===🔵⭕🔵===<>>-


মহানের চোখে বুঝি ধুলো দিতে চাস?
মন তুই বেঈমান মিথ্যে বেচাইন!
বিধানের শেষকথা বেশ লেখা আছে
ভালো করে পড়ে দেখ প্রণিধান সব
আকাশের শেষে আরো বড়ো কিছু;
অদেখায় বিরাজিত তোরে ঠিক দেখে
অন্ধ চোখে তারে দেখবি কেমন!
একরতি আলো দিয়ে দিক চেনা ভার
চুপ করে ভেবে দেখ বিশালের হাত
বৃথার বড়াই এই খানিক বৈভব!
অসার আবেগ ভরা পুরোটাই মিছে -
কীসের মোহের টানে ভোলা পারাপার।
        
জেনেছিস কবে তুই সকল তারার নাম
জেগেছিস কোনোকালে ধ্যানমগ্ন রাত
ভেবেছিস কোনরূপে আসবে প্রলয়!  
বলিহারি সাহসের ভীষণ নিকুচি করি
-বড়জোর একতিল বোধের বলয়!
জাগতিক তালে পড়ে কেন নাচানাচি
নিজেরে নিঃশেষ করা ভুল কারবারি
সময়ে সাধন কর,প্রয়োজন বুঝে থাম।
  
একতাল মাটিদলা;তাতেই গতির কলা
ছেড়ে দেয়া দমঘুড়ি হায় উড়াউড়ি!
আহারে প্রসন্ন সুখ ধন্যের বরাত
অসীমে অনেক বাকি -
ভেতরে বিষম ফাঁকি মিলবেনা দাম!
এখনো মেলেনি কিছু সঠিক আভাস
কখনো হয়নি দেখা দীঘির কমল;
সাগর কোথায় পাবি ভেবে ভেবে বলা
তারচেয়ে বেশি ওই মহাসাগরের জল
আরো আছে অজানার গভীর অতল!
সম্বল কিছুতো নেই;অসহায় প্রণিপাত  
-শোকের শোলক ভরা ক্ষণিকের ধাম।

<<>======©======<>>