.        |[ ব্যক্তিগত শৈশবকথা; আবৃত্তি ]|  .


স্মরণ: দাদী মরহুমা বেগম আম্বিয়া হাকিম চৌধুরাণী
_____________________


বুঝতে শেখার প্রথমদিকে;যখন বয়স কম
ভালোবাসার নাম শুনিনি মোটেই
তখন নাকি মাটির প্রতি দারুণ আকর্ষণ
গল্প বলার মতো পরম যতন করে
মায়ের মুখেই এমন কথা শুনেছি অনেক
মাটির মতো মায়ের কথাই মানছি অকপট
বর্ণ শেখার পরে এলো;শব্দ শেখার কাল
প্রিয়মানুষ শিখিয়েছেন আনাড়ি হাত ধরে


প্রিয়জন কী! অর্থ কেমন! কিছুই জানিনা;
আদর সোহাগ অল্পকিছু বুঝি সবে
মাটিমাখা দেখলে আমায় উঠতো কেঁদে
আমার অভাব হলেই তাহার বাড়ত ছটফট  
আমিই নাকি প্রিয় ছিলাম প্রিয়জনের কাছে
    আমার অতো বুঝ ছিলোনা তখন
জমিদারের পত্নী আমায় করতো কতো আদর
মনে আছে;তাহার কোলেই,এসে যেতো ঘুম।


কোলেপিঠে কথার মানে!জানার অনেক আগে
ভালোবাসার মানুষ আমার গিয়েছিল মরে;
দখিন মহল শূন্য এখন একা আমিই থাকি,
খিলান দেয়া পূবের দালান পড়ছে ঝরে ঝরে
স্মৃতির দুয়ার খুললে শুধু তাহারি মুখ ভাসে
   জামবাটিতে দুধের সরের চিতই পিঠা
   পুণ্যবতীর গায়ে মাখা লোবান সুবাস
    রাজকীয় পানের বাটা চিকন সুপারি


কিছুই নেই আজ;গুণবতীর আপন খাসে
  ভালোবাসার মূল্য জেনে কদর বুঝি,
  যত্নে রাখি সোনায় মোড়া সুরমাদানি
    কারুকাজের নিপুণতায় আদর মাখি।
হায়! এইবেলা আজ কতো শব্দই জানি
তবু পরমপ্রিয় সেই আদরের ওম খুঁজি -
ভালোবাসার জন্য এখন কাঁদতে পারি
ভালোবাসি বলতে চেয়ে;মনের ভেতর জাগে।
______________________