------ 🔵✪🔵 -----


দৃষ্টিবিহীন সৃষ্টি যেমন বাঁচে;
তেমন অনেক আবেগ আছে
যেমন-তেমন অন্ধ হয়ে ধন্ধে মরে।
বিবেকবিহীনের কৃষ্টি সেসব-
অঘোর তালে বেঘোর বেহুঁশ করায়
নেশার মতন আঁকড়ে ধরায় নকল।
ঝিমধরানো ভাবুক বানায় বৃথা
ডুবিয়ে মারে জলবিহীন নীলে!
-তাকিয়ে দেখা চতুর্দিকে এসব।  


হায়রে সাধন! বাঁধন সমল
স্বপনে পৌঁছে সুদূর;তেজুনদীর পারে
খুঁজতে স্বাদের কাজভানি আঙ্গুর!
আইবেরীয় উপদ্বীপের কাছে;
সাইবেরিয় প্রবল হিমের নীচে,
খোরাসানি গোলাপ ফোটে নাকি?
মানতে নারাজ নিয়মনিগড়-
নীতির পথে নিত্য ধকল
অনিয়মের আবাস ওদের ভঙ্গুর।


নর্দমাতে ভাসতে থাকে;জড়িয়ে পাকে
তবুও ভাবতে থাকে, ইরাবতীর তীরে
-হাঁটছে সাথে সবাক রূপবতী!
চক্ষুদানের প্রশ্ন আসেনা;
দৃষ্টিদানের বিশাল ব্যাবধান।
পাপের বিষয় থামুক এসব;
নষ্ট কামুকতার ভ্রষ্ট ক্ষতির ঘেরে
নামুক মৃত্যু,আসুক শামুকগতি!
দারুণ করুণ নরকগামী দুষ্ট বাসনা।।


--- 🔴©🔴 ---