-=<<<<<<<<>>>>>>>=-


ইলোরা'র সাথে হলো;অনামিকা পরিচয়
একা নয় খুশিময়,উড়েছি রঙিন!  
কোমল বসন্ত ছিলো মধুময় সেসময়  
সবল ধবল সুখে কেটেছে মুগ্ধ সকাল!
অমল প্রেমের ছায়ে;অনুরাগী অনুলেহে  
সাহসের দৃঢ়পায়ে,হেঁটেছি পাহাড়ময়।

আড়াল করিনি কিছু;দ্ব্যর্থ কবিতার মতো
গল্পের কথামালা,বিছিয়ে দিয়েছি পথে
কাঁকর ভূমির বুকে রেখেছি চরণ!
পাথর চাপার মতো পেতে চেয়ে সুসময়
তিয়াসায় ত্রাহিত্রাহি,কাঠফাটা রোদে
-পিয়াসি হৃদয় কভু হয়নি চাতক!        
আগুন ফুলকি কতো;পুড়েছে আমার দেহে
কাহিল শরীর নিয়ে ভুলিনি শপথ
উপমা হয়েছি তাই,রয়ে গেছি মনে!


অনেক সময় খুঁড়ে এনেছি বিমল বোধে
এক কণা ভালোবাসা নিখাদ নিখুঁত!    
সকল ক্লান্তি মুছে;পেয়েছি স্বর্ণবিকাল
গোধূলির ছায়াতলে,নিয়েছি শরণ!
সময় সুযোগ ছেড়ে বিপুল বিশ্বাস জুড়ে
-জ্বালিয়েছি আলোআশা,নিরেট প্রদীপ!
আঘাত করিনি বলে;ভাঙেনি বাঁধন প্রীতি  
বিবেকের কাঁচঘরে,অটুট আলোকশিখা।
    
রাত নেমে এলে তবু;ভয়হারা থেকে
সাবধানী ব্যাবধানে  থেকেছি সঠিক!
আঁধারে ভাসেনি ক্ষয়;অবাক সখের ঘুমে
আমারি বিরাগ বাজে ইলোরা'র গানে!
আড়াল ব্যথার কথা এখনো তাহার প্রাণে
প্রেমের ত্যাগের বীজ জুমের আবাদ ভূমে।


-=<<<<<<<<©>>>>>>>=-