____________________


সাড়েচুয়াত্তুর ফুট মাটি! খোঁড়াখুঁড়ি শেষে
ভেতরকার জলের কথা শোনা যায়
আশ্চর্যজনক নতুন কিছুই নয়!
অথচ 'নবাবী চালে' তখনো বেশ প্রত্যয়...
   এখানেই প্রোথিত মহামূল্য রত্ন।


তারপর; অতি লোভে তাঁতি নষ্ট হলে
'ধান ভানতে শিবের গীত' গেয়ে
ভেরেণ্ডাভাজার রোজনামা লেখা শুরু করে
  - একদল 'আমড়া কাঠের ঢেঁকি'!
'গোবরগণেশ' কেউকেউ আসেন বটে
'উত্তমমধ্যম' খেয়ে কূলকিনারা হারায়!


অধিক সন্ন্যাসী মিলে গাঁজন নষ্ট করে
- ভোঁ দৌড়ে পালিয়ে যায় দিবাস্বপ্ন
     টুঁ শব্দটি করেনা 'অন্ধের যষ্টি'
  তেলেবেগুনে জ্বলে উঠতে চেয়ে;
'কেউকেটা' কয়েকজন মায়াকান্না ধরে
ব্যাঙের সর্দির মতো 'কুম্ভীরাশ্রু' ঝরে
'কথারতুবড়ি' আরো জমে ক্ষীর হয়!


উলু বনে মুক্তো ছড়িয়ে পড়লে -
কয়লা ধুয়ে ময়লা বের করতে গিয়ে
তারস্বরে চেঁচিয়ে উঠে 'ঘোর কলিকাল'!
তালপাতার সেপাইও জোর দিয়ে বলে
গোবরে পদ্মফুলের মতো সব অমূল্য প্রত্ন।


:::::::::::::::::::::::::::::::::::::::::::