একটু আগুন চাই
পুড়ব না হয় বাকিটা জীবন।
অনেকটা পুড়তে চাই ,
মন ভরেনা সহজে আমার ;
আগুন নিয়ে খেলা করিনি আগে কখনও
তাই বুঝতে পারি না,
কতটা পুড়তে হবে।


দাউ দাউ করে জ্বলুক শরীরটা
নগ্ন কঙ্কালের মতো
ভষ্ম হয়ে যাক,সামান্য অস্তিত্বটুকু।


তারপর আর কি বাকী?
বলে দিও সময়মত
চুপটি করে।
হিসেবের খাতায় হাজিরা দিও
আমার নামে!
আর নাম ধুয়ে মুছে গেলে
একটা মোটা বাঁধ দিও।


সব চুক্তি শেষে অভিমানী হব!
হয়তো কথা রাখতে ফিরবনা আর।