যখন অন্ধকারে তুমি দিবে হাতছানি,
যখন দুখে ঝরবে দুচোখের পানি,
তখন আশাই দিবে সুখের  আলো,
আশাই কাটবে অন্ধকারের কালো ।।।


যখন দুঃখ আসে জীবন জুড়ে,
আশা  বলে, ' স্মরণ কর মোরে ।
দুখের পর সুখ আসে,
আশা  থাকলে , দুচোখে স্বপ্ন ভাসে ।।।


যদিও বা দুঃখ আসে অনেক বেশী,
জীবন হয় কষ্টে ভরা,
ওর চেযে় ভাল হবে দুঃখের সাথে লড়া,
আশা দিয়ে তো জীবন গড়া ।।।


জীবনে থাকবে সুখ দুখ,
তবুও সবসময় থাকবে হাসিমুখ।
আশাই জীবন,আশাই শ্রী,
আর কি উত্‍সাহ তোমাই দিব কি.....?


আশাতে আলোকিত হবে তুমার জীবন,
মনেতে দৃড়বল না রাখিলে কাদিবে ভুবন।
পরিশেষে আবার বলি,
আশাই দিবে সুখের আলো,
তুমার জীবন কাটুক খুব ই ভালো ।।।