এ কেমন অদ্ভুদ এক আয়না ,
এ কেমন অদ্ভুদ তার ভাবনা ,
এ কেমন অদ্ভুদ ভেসে উঠা ছবি ,
এ কেমন মনের আয়না ....


নেই কিছু ,নেই সেই সময় ,
তবুও কেমন জানি সব ছবি দেখা যায় ,
সব স্মৃতি ,সব অতীত সব যেন দেখিতে পাই ....


সেই কবে ,
মুক্তিযুদ্ধের আমার দাদাভাই আমায় ছেড়ে গেল চলে ।
তবুও যেন দাদাভাই কে সংস্পর্শে পাই ,
সেই কবে ,
বাবাও ছেড়ে গেল চলে ,
তবুও যেন বাবাকে দেখিতে পাই আয়নাই ....
তবে দেখাতি পারি না এই আয়নাকে ।
এ কেমন অদ্ভুদ মনের দর্পণ ,
কেমনে কি ,সব না থাকিতেও যেন সব দেখি ,
সব না জানিয়া ও যেন জানি ,
এ কেমন প্রাণহীন নাকি প্রাণসহিত মন আয়না ।


এই কি দিলে তুমি বিধাতা সবার মাঝে ,
এই কেমন আয়না ,কেমন মন দিলে কোন সাজে ?