ভবের ভাবনা ভেবো না ,
কেমনে ধরণীর বুকে রবি ঘুরে ,
কেমনে বায়ু অক্সিজেন কার্বন থাকে একৈ ডুরে ।


ভবের ভাবনা ,ভাবতে গেলে ,
বুঝে নিও আলাহ এক ,
তিনিই মহান ,তিনিই রব ....
নেই কিছু অজানা ,পারেন তিনি সব ।


আল্লাহ আছেন ,এই প্রমাণ চাও তুমি ,
দেখ মাথার উপরে ,
ওই যে চেয়ে দেখ আকাশ ,
কেমনে দাঁড়িয়ে আছে ?


ভবের ভাবনা ভেবো না ,
আল্লাহর দোষ ত্রুটি খুঁজো না ,
নিচকয় বোকামী ।


বিধাতাকে বিশ্বাস করে মনে প্রাণে ,
দেখব জীবন কত সুন্দর ,কত মধুময় !
ধরণীর বুকে ,শত আঘাত মাটি যেমনি সয় !