আমি চাইছি না তোমার ভালবাসা ,
চাইছিনা তোমার এসএমএস ,
বলছি না দিতে তোমায় ,
গুড নাইট কিংবা গুড মরনিং . . .


শুধু বলছি ,কারো জীবন তো নয় কোন নাট্যশালা ,
অভিনয় করো না কারো জীবন নিয়ে . . .


আমি বলছিনা ,আমাকেই ভালবাসতেই হবে ,
বলছি আমি আমি যা বলি তা করতেই হবে ।।
আমি চাই কেউ একজন আমায় মিস করুক ,
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক ,
কেউ একজন আমার কেয়ার করুক ,
কেউ একজন আমার সুখ দুখে থাকুক . . .


এই ছোট্ট কিছু আশা ,চাওয়া নিয়েই আমি সাজাতে চাই এই জীবন . . .


কিন্তু কি আমি পেলাম ?
কিংবা পাব বলে আশা করা যায় ?
নাকি আদৌ চেষ্টায় বৃথা আমার ?


শ্রদ্ধেয় লেখক নির্মলেন্দু গুণের অনুরুপে আমার এই লেখনিটি ।