দিবারাত্রি ইবাদত করি তারে ,
খুজিয়া নাহি পায় ইবাদত করি যারে ,
কত কিছু সম্বোধন করিয়াও ,
অবশেষে আমি হয়লাম বিফল ,
খুজিয়া যদি পায় তারে ,সেদিন আমি হয়ব সফল ।


দেখা তার নাহি মিলে ,
দুচোখে তার অস্তিত্ব খুজিয়া যায় ,
যেথায় যায় তারে আমি খুজিয়া নাহি পায় ।


তার সব কিছু যেন থাকে অনুভবে ,
জগত দিন দুনিয়া অনুমতি তার সবে ,
স্বচক্ষে দেখিবার লাগি প্রার্থনা ,
দেখিব তোমায় , এ কেমন আরাধনা ?


জগত মাজার তোমার ইশারা চাহিয়া থাকে ,
সামান্য ইশারা জগতটা কত সুন্দর রাখে ,
তোমারে ডাকি আমি আমার সারাটি বেলা ,
দেখি তোমারী নিয়ামতের ইশারার খেলা ,
কোনদিন আমি করিতে পারিবনা আমি তোমার অবমাননা ,
তোমারে খুজি আমি একোন আরাধনা !