কবিতা জুড়ে বালিকা তুমার ছায়া !!
কথার মাঝে হলো কিছু জিজ্ঞাসা ??
বালিকা বলবে কি এর ফলাফল ??
বালিকা ,,
যে জন্য তুমার চোখের আলো ,
তুমি কি তাদের বাস ভালো ?
বালিকা আচ্ছা থাক  ।।
যাকে ছেড়ে তুমি ধরলে অপরের হাত ,,
যার সাথে তুমি করলে বাঁধন ,
সে কি দিবে তুমাই সারাজীবন তার মন ??
ব্যতিত চিত্তে তুমি পরে আসবে তুমার জন্মদাতা ।।
আজ কেন তুমি না বলে করলে তার সাথে গাথা ??
বালিকা ,,
কত স্বাধ জাগে জন্মদাতার মনে
শুধু তোমায় নিয়ে
তেমনি চল তা ভেবে
বল বালিকা ,,
এসব চিন্তা তুমার আসে না ??
পরে ব্যকুলভাবে ডাকবে সে মধুর শব্দ মা !!
যার জন্য তুমি তুমায় দিলে সপি
যার জন্য তুমি বল তুমার জীবন
বালিকা তুমি বল ....
যার জন্য তুমার মুখের হাসি ,,
যার জন্য তুমার যত রাগ ,যত অভিমান ....
যার জন্য তুমার পৃথিবীটা লাগে সুন্দর ,লাগে  এতো ভালো ,
বালিকা ,,তুমায় সে দিবে না অন্ধকারে আলো ।।
বালিকা ......
তুমার সেই প্রিয়জনের....
তার যত আশা ,
তার যত ভালবাসা ,
তার যত চাওয়া পাওয়া ,
নয়তো তুমায় ঘিরে .....
তার সব চাওয়া তুমার নীড়ে ।।
তুমায় নিয়ে নেই কোন আকাঙ্কা ,
নেই কোন কিছু .....
সে ঘুরে তুমার সর্বনাশের পিছু ।।
তাই বলি দেখে শুনে ,
জন্মদাতার পছন্দে দিও তারে মন ,
ফুলের সুবাসে সুন্দর বালিকার জীবন ।