মাগো আমার বিদায় বেলায় ,
বেদনারই একটু হেলায় ,
দেখো আমার এই বিষন্ন প্রাঙ্গন ,
ডাকছে দেখো মা তোমায় ,আমার এ মন ।


বিদায় বেলা তোমার দোয়ায় ,
অশ্রুসজল তোমার চোখে ,
যখন বিষণ্নতায় ভরে উঠে আমার এ মন ,
তোমার ভালবাসা ছেড়ে যাচ্ছি ,
ছিল চিত্তের ক্রন্দন ।


আমার বিদায় বেলায় ,
কাঁদিও না ,যদি দেখি চোখে জল তোমার ,
তবে যে বিদায় হয় না ,
ফিরে আসি আবার ।


আমার চলে যাওয়ার কালে ,
তোমার ক্রন্দন আসে যদি ,
বিদায় বেলায় ,
আমার মনের মাঝে বয়ে যায় অশ্রুনদী ।