তোদের নিয়ে সাজানো আমার এ বন্ধুত্বের ঘর ,
কখনো কেউ আমার হয়ে যাস না পর ।
ঝড় বা তুফান ;
যতই আসুক সহে যাব একা ,
সয়তে যদি না পারি ,
তবে খুঁজে দেখিস রাতের আকাশে পাবি আমার দেখা ।


তবুও যদি রাতের আকাশ দেখতে ভালো না লাগে ,
তারার মেলায় জোসনার আগমনে ,
আমায় স্মরণ করে ,চোখে জল জমে ।
হাজার চাওয়ায় সে রাতে পাবি না আমায় ,
দুঃখ জমা হবে যত,
জোসনার আলোয় আমার কবর হবে আলোকিত ,
কবর কোণায় গিয়ে সে রাতে করিস একটু দেখা ,
জোসনামাখা রাতে দেখব তোদের মুখ ,
কান্নায় ভেজা চোখে হবে অবসান মনের যত দুখ ।