বহুদূর বহুক্রোশ আমি হাঁটিয়া ,
কিছু বৃক্ষ উঁচু মাথায় দাঁড়াইয়া রহিল ,
নিস্তেজ আমার শরীরে ঠাঁই নিলেম আমি ।


কিন্তু আজব প্রাণী ,দুপা ওয়ালা সেই প্রাণী ,
বড়ই অদ্ভুদ ,কারো উপকারে নেই তাহারা ,
যে বৃক্ষ দিল ঠাঁই ,তারে কাটিয়া লয়য়া যাই ।


লাভ না চাহিয়া ,বৃক্ষ দেই কত কিছু ,
অক্সিজেন ,ছায়া ,শীতল মৃদু বায়ু প্রবাহ ,
প্রখর সূর্যালোকে থাকি সে দাঁড়ায়ে ,
কোন কিছু না কহে ,
কিছু কহে না সে ,এত কষ্ট সহ্য সহে ।


আর ,
সে দুপাওয়ালা আজব প্রাণী একটু কিছু করা হয়লে ,
বলে কত কিছু ,হিংসে কত তার জমে ,
গীবতে মগ্ন সে থাকয়ে মন যায় তার অবগাহনে ।


শিক্ষা নিয়া দরকার তার বৃক্ষ হয়তে ,
যদি সে চাই সৃষ্টির সেরা জীব রয়তে ।
না হয় ,সে থাকিবে অন্ধকারে নিমজ্জ ,
অবশেষে হাসিবে বৃক্ষ ,হয়য়া নির্লজ্জ ।