আমি কি পারব শান্ত হতে ?
পারব কি ভুলে যেতে ?
আমি যে এই রোগে রোগাক্রান্ত !
আমি যে ভুবনে জীবত হয়েও মৃত !
জীবনের সর্বস্বের মাঝে ,
আমি আজ সন্দীহান ,সন্দীহান আমি আমার মৃত্যু জন্ম নিয়ে ।
আজ ক্ষমাপ্রার্থী আমি ,
আমি জানি না এর কি মূল্য ?
আমি জানি আমি কি বেঁচের থাকার যোগ্য ?
তবুও প্রত্যেহ মুখোশে আবৃত থাকি ,
প্রত্যেহ বেঁচে থাকি ,ব্যস্ত থাকতে কাজকে আমি ডাকি ।
বাহিরে আমি হাসিমাখা মুখে থাকি ,আমি যে অবুঝ ,
ভিতরে যে অনন জ্বলে ,পুড়ি আমি রোজ
সপনের সাগরে গিয়ে দিই আমি ডুব ,
অতঃপর ,বালির চরে বসে নিশ্চুপ ,
লিখি ,তোমার হাত দুটো দাও বাড়িয়ে ,
যদি অপারগ হও ,আমার জীবনকে এই বালির চরে দাও ছাড়িয়ে ।