গরিবের ছেলে আমি ,মনে বড় কষ্ট ,
কি করব আমি ভাবতে পথভ্রষ্ট ।
আমি এক অভাগা মায়ের সন্তান ,
যেখানে একমুটু জলভাত ,একটু অপমান ।
যেখানেই রাতজাগা ,খোলা আকাশে পাখি ,
সেখানেই আমি দুঃখ দুর্দশার আঁকি জলছবি ।


গরিবেরা কি মানুষ নয় ,নয় কি কোন জীবন ,
গরিবের কেন এত কষ্ট ,ক্ষুধার তারণায় মরণ ।
কেন আমরা পাই না স্বাধীনতা ,পাই না অধিকার ,
তাদের জীবন কি দুখের মহাসাগর ,যা যায় না করা পার ।


প্রতি পদে পদে তারা খায় কেন বকুনি ,কেন বলনা ?
জীবনের  প্রতিটা সময় তাদের, কেন এত বেদনা ।
গরিবের ছেলে আমি ,নেই কোন আশা ,
আমাদের প্রতি নেই কোন দয়ামায়া ,নেই ভালবাসা ।
গরিবের ছেলে আমি ,
    কত স্বপ্ন ,
    কত আশা ছিল মনে ....
আমার দুঃখের এ সময়ে ,
আমার সাথে নেই কেউ এই ক্ষণে ।