আজিকের আমারী ভাবনায় তুমি ,
মোর মুখের বহিঃর্ভাগ থেকে বেরিয়ে গেল ,
তোমায় আমি ভালবাসি না ,
তোমায় আর আমি এখন ভাবি না ।
তবে যেন অন্তর্ভাগে আমার ,
তোমারি নাম যপে ,তোমার কথা সঁপে ...
আজিকের আমার ভাবনা আমায় কাঁদায় ,
আর আমার কান্না ,অভিনয়ে তোমায় হাসায় ।
একদিন ঠিকই বুঝবে তোমি এই আমায় ,
একদিন ঠিকই খুঁজবে তোমি এই আমায় ,
তবে যে সময় আমায় অনেক বদলিয়ে দেবে ,
তোমারি অভিনয় ,অনেক হাসাবে আমায় .....
আজ আমি অশ্রু ভেজা চোখে ভিজে যায় আমার ডায়েরী ,
অশ্রুসিক্ত চোখে ,তোমায় ভেবে কত কিছু আমি লিখি ,
তোমায় পাব না যেনও আমার কত পাগলামি ....
তবে তোমি যে একদিন খুঁজবে আমায় ,
অবশেষে ,শুকতারা মত সন্ধ্যাকাশে হারিয়ে যাব আমি ,
আর আড়ালে ভিজবে তোমার চোখ ,
আর অজানা স্পর্শে কাঁদবে তোমার ভুবন ....
ভাবনা শুধু ,
সময় যে বদলিয়ে দিল আমার অভিনয় ,
পূর্বে হাসায় ,আর বর্তমানে কাঁদায় ...


আর তোমার বর্তমানো তখন অভিনয় হয়ে দাঁডাবে ,
                       আমার কাছে ......... ..... !!


* আমার এই অগোছালো মনের ভাবনার লিখাটি আমার বন্ধু সাগরকে উতসর্গ করলাম ।