আমার নেই  কোন গাড়ী ,,
কেমনে থাকবে আমাদের প্রাইভেট কার ...
হতদরিদ্র ঘরের ছেলে আমি ।।
দিনে আনি আর দিনে খায় ;বললেই চলে ।।


হাঁটার সময় যখন দেখি ,নানান বাহারী প্রাইভেট কার ;
তখন খুব ইচ্ছে করে চিত্‍কার করে কাঁদি ;
নিরবেই কাঁদি ; হে প্রভু .....
কেন দিলে এই অবুঝ অনুভূতি ;
কেনইবা দিলে না আমায় এতো অর্থ __
তবে খুশি আমি ,
খুশি আমি ......
যতটা দিলে হয়ত অনেকেই আছে যারা দিনে এতে পায় না খাবার ,
হয়ত অনেক আছে ,


যারা পাইনা দুবেলা খাবার ,,
পায় না বস্ত্র ,
শীতের আর্তনাদে হয়তবা অনেক মাবোন ভায়দের অকালে কেড়ে নিলে তুমি ;
রাস্তার ধারে দিলে তাদের আশ্রয় ;
যেটুক ছেলের এখন বয়স স্কুলে যাওয়ার ,,,
তাকে তুমি যেতে দিলে আবর্জনার ভিড়ে ।।


আমি খুশি প্রভু ;আমি খুশি ......
তবে দিলে যখন এত ব্যাথা মনে ,,,
দিলে এই অবুঝ চাওয়া ....
তবে আজ নয় কাল যেন মিটিয়ে দাও আমার মত সব অসহায়ের পাওয়া ।।
হে প্রভু .....!!!
খুশি আমি খুশি .....