তোরা কেউ আমার কবরে দিস না ফুল ,
তোরা কেউ আমার কবরে গিয়ে কাঁদিস না ,
আমায় চাপিয়ে দিস কিছু মাটি দিয়ে ,
এর বেশী কিছুই চাই না ।


ইহকালে যারা আমার খবরাখবর নিল না ,
যারা আমি বেঁচে থাকতে আমায় বুঝল না ,
আজ কেন আমায় জন্য এত কান্না ?


তোরা কেউ আমার মরণের পর কাঁদবি না ,
তোরা কেউ আমার কবর ফুল দিস না ,
দিস না আমায় মায়ের শূণ্য হৃদয়ে সান্তনা ।


যারা আমায় বেঁচে থাকতে দিল না কিছু ,
তারাই আর আমার জানাযার নামাজের জন্য ,
নিয়েছে আমার অলস অক্ষম দেহের পিছু ।
আমার বেঁচে থাকতে কেউ আমায় দিল না কোন ফুল ,
আজ আমার কবরে গিয়ে ক্ষমা চাই ,ক্ষমাই তার ভুল ।