ব্যস্ত নগরী হতে বাড়ী ফেরা আমার ,
দরজায় যেন কার পাহাড়া ,
কে যেন দরজা খুলে আমার অপেক্ষায় ;
হাতে পাখা ,খোকা বুঝি আসবে এখন .....


এখন আর নেই সে শরীর শীতল পাখা ,
আর নেই দরজায় খুলে অপেক্ষা ,
নেই আলতো হাতের ছোয়ায় ....
ঘাম মুছে দেওয়ার মত কেউ ।
নগরে দেখি কত মা ,কত মায়ের আদর ...
সেই আদরের অপেক্ষাও এখন নিস্ফল আমার ,
সেই আদর দেখি হিংসা লাগে খুব আমার ।


মা ...!
তোমায় যে ডেকেও পাই না ,
শত চাওয়ার মাঝে পাইনা আদর ,
বড়ই অভিমান আমার প্রতি ,তাই না মা ।
জানি আর আসবে না ,
জানি ভালবাসবে না ।
তবে যেন .
পরপারে ভালোই থেকো ,
সুখে থেকো ।