মা হারানোর পর জীবন এলোমেলো ,
জীবনে যা সুখ ছিল ,তাও গেল ।
তোমায় হারিয়ে মা ,জীবন স্বাধীন ,
নেই বাধাধরা ,কেউ করে না কোন কিছুতেই মানা ,
কোন কিছু দিয়ে শোধ হবে না মা !
তোমার ঋণ ।


শেষবারের মত দেখি আমি ,
তোমার নূরাণী মুখ একনজরে ,
আজ তুমি আমায় একা ফেলে ,
আমায় ছেড়ে কেন গেলে মরে ।


ভাবলাম মা ,তোমায় হারাবো ,
অনেক পরে ,
কপালের লিখন ,
তবুও তুমি গেলে অনেক আগেই মরে !


"মানুষ মরণশীল" ,
তুমিও চলে গেলে মা ; বরাবরের মত ,
হৃদয় মাঝে ,দুঃখ সাজে ,
সৃষ্ট হাজারো ক্ষত !


একটু কিছু দিন থেকে যেতে ,
আমি দুয়া নিতাম মাগো দুহাত পেতে ,
কেনইবা থাকলে না এই অল্প সময় ,
তুমি চলে গেলে মা ,মুছবেই এই ক্ষয় ....


#ডায়েরীতে লিখা অনেক ছোটবেলার একটা কবিতা ,হয়ত কবিতার ক ও নেই ....ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই চাওয়া .....