পাখি যদি হতাম আমি ,
থাকত যদি পাখা ,
মুক্তাকাশে চারিদিকে ...
উড়তাম স্বাধীন যেথা সেথা ।


ইচ্ছে হলেই যেতাম উড়ে ,
হাজারো বটবৃক্ষের মাথায় ,
যেথাম উড়ে বহুদূরে ,
পেত না কেউ ঠাঁই ।


হে বিধাতা ,
পাখি পাখার মত আমি পাখা চাই ,
যে পাখাতেই উড়ে যাব সোনার মদীনায় ।
যদিও বা কোন কারণে ,
পাখির পাখি দিলেনা কভু ?
শত মূল্যের হৌক ,
দেখব খোদার ঘর তবু ।


বিধাতা তুমি ,
বল কখন তুমি দিবে পাখা ,
নয়তো ক্ষমতা দিবে আমায় কবে ??
যদি না দাও ক্ষমতা ,
মরণ হলেও সুখ হবে না তবে !