রাইতের বেলায় মন খারাপ ,
ভাল লাগছে না কিছু ,
যেদিকেই যায় ,
সেথায় মশা নিয়েছে পিছু ।


শুয়েছি কখন ,টিভি চালিয়ে ,
দেখছি খবর ,দেশ যাচ্ছে তলিয়ে ,
তবুও আসে না ঘুম ,এখনো রয়েছি চেতন ,
মশা নিয়েছে পিছু করছে বেশ জ্বালাতন ।


জনগণের রক্তের নেই দাম ,
বোমা ককটেলে যাচ্ছে তাজা প্রাণ ,
রক্তের এখন মূল্য নেই ,
যেন অতি সস্তা ,
নেই কেউ ভাল ,জনগণের যে  দুরাঅবস্থা !


#এইটা ফানি একটা কবিতা ,দুষ্টুমির ছলে লিখা ,কোন অর্থ ভাবার্থ সারমর্মের জন্য নয় ....শুধুমাত্র মজার জন্য এই কবিতা ...