বড়ই অভিমান আমার ,
ওই দূরাকাশের প্রতি ,
কেন সে আমায় ভালবাসার গগণে দেখা দেই না ?
কেন সে আমার আকাশে রঙিন হয়ে আসে না ?
কেন সে আমার আকাশে সাদা মেঘে ফুল আঁকে না ?
সে কেন আমার আকাশে কালো মেঘে দেখা দেই ,
বড়ই অভিমান আমার ,
আকাশে প্রতি আমার যত শত্রুতা ,
আমার যত রাগ তার প্রতি ,
যদি নাই পারিস ,
আমার আকাশে কেন মেঘ হয়ে বৃষ্টি ঝরাস ,
আমার আকাশ কেন কালো করিস ??
হঠাত ,
কোন সময় ভীষণ আওয়াজে বজ্রপাতে ভেঙে যায় ,
আমার এই হৃদয় ,
কখনোবা আবার কালো মেঘে চারিদিক অন্ধকার হয়ে যায় ,
আমায় কেন এতো কালোর মাঝে বাঁচতে হয় ,
আমার প্রতি কিসের এতো অভিমান তোর ??
রঙিন আকাশের বেশে একটিবার আমায় দেখা দিস ,
একটি বার সাদা মেঘে ফুল একে ,
একটু রোদের হাসিই হেসে যাস তুই ...


বড়ই অভিমান তোর প্রতি আমার ,
বড়ই অভিমান ......!!