পৃথিবীর আলোয় আলোকিত আমি ,
পৃথিবীতে স্বপ্ন দেখে বিভোর আমি ,
মা-বাবার জন্যই আমার এ পৃথিবী ।।


কত কষ্ট ,বেদনা দিলাম তোমায় মা ,
কত যন্ত্রণা দিলাম ,
জানি আমি ক্ষমার যোগ্য নয় ,
ক্ষমা চাওয়ার মত ভাষাও নেই আমার ।।


এ দোষী সন্তানকে মা তুমি ক্ষমা করো ,
কত কঠোর কথা বললাম তোমায় মা ,
কষ্ট নিও না মনে ,জানো তো তুমি মা ...
তোমার ছেলে এমনই চঞল ,এমনই রাগী ।।


তুমি আমায় দোয়া কর মা !
দিও নাকো কোন অভিশাপ ,
সব ভুল মেনে নিয়ে ,
করে দিও মাপ ।


সবকিছু ভুলে গিয়ে মা ,
তোমার পদতলে দিয়োগো ঠায় ,
কারণ তোমার পদতলে গিয়েতো ,
মা জান্নাতে যায় ।