শূণ্য হাতে আমি এসেছিলাম ,
শূণ্যতেই আমার হবে যাওয়া ,
আসা আর যাওয়ার মাঝপথেই অনেক পাওয়া ,
এমন কিছুই চাইনি ,যা পাইনি ,
আবার এমন কিছু পাইনি যা কখনোইই চাইনি !
শূণ্য হাতে এসেও যা পেয়েছি ,যা দিয়েছি ,
যা পেরেছি যা হেরেছি তাতেই আমি খুশি ।


এমন কিছুই কখনোই ছিল না ,যা হারাবার ;
তবুও যা হেরেছি তা কখনোই ছিল না পাওয়ার ।
যা ভেবেছি তা করেছি ,যাই চেয়েছি তাই পেয়েছি ,
তবুও অনেক না পাওয়ার বেদনা ,না পাওয়াই থাক ,
যা পায়নি তা না পাওয়াই থাক ,
হে রব ,তুমিই তো সব ....
যা দিয়েছ ,যা করেছ তাতেই আমি খুবই হেসে যাই ,
তুমি যে দেখিয়েছ এই অবাক ভুবন ,
তাই তোমারি গুণগান গায় ....
তবে পরজনমে হিসেবের পাণ্ডুলিপিটাকে তুমিই রচিয়ে দিও ,
যা দিয়েছ কভু ,চেয়েছ যা দিতে পারি নি তো কিছুই ....
পরজনমে তাহা ক্ষমা করিও ,
তুমিই যে আমার রব ,তুমিই যে আমার সব ।