আমি চাই না ,
কেউ আমায় রঙধনুর সাত রঙ্গে রাঙ্গিয়ে দিক ,
আমি চাই না ,
মনের বৃষ্টি ফোঁটার শেষে উঠা ...
রঙ্গধনুর আমায় দেখিয়ে বলুক ,
সুন্দর হৌক তোমার এই জীবন ওই রঙধনুর রঙ্গে ।
ক্ষণিকেরো সময়ে মুগ্ধতায় নয় আমার ভাললাগা ,
সাত রঙ্গে নয় ,হাজারো রঙ্গে আমার ভালবাসা ।
ক্ষণিকেরো সময়ের জন্য উঠা রঙধনুর ,
দেখে মুগ্ধ হয়ে উঠো না ,
অতি অল্পের মাঝে সে যাবে চলে ....
অবঃশেষে কাঁদবে আমার মন ....
কিছু সময়ের সুন্দরে আবদ্ধ হয়ো নাকো ,
রঙধনুর মতই রঙ্গে সাজিয়ে নিও তোমার জীবন ,
যে রঙধনুর সৃষ্টি আছে নেই ধ্বংস ।