স্বপ্নের পথে চলছি আমি বহুদিন ধরে ,
স্বপ্নের দেশে যাব আমি এই আশা করে ।
স্বপ্নের নেই কোন শেষ ,নেই কোন সীমানা ,
যে পথে হেঁটে চলেছু তার নেই কোন ঠিকানা ।
ভেবেছিলাম উচ্চ শিক্ষায় আলোকিত হয়ে ,
রাঙাবো মায়ের মুখ ,
তা আমি পারি নি ,কান্নায় ভেজা চোখ ।
অবুঝ এ পৃথিবীতে আমার অসুস্থ দেখখানি ,
আজ আমায় টানতে হচ্ছে কষ্টের ঘানি ।
কিছুদিন পরে পরীক্ষা ,নেই কোন প্রস্তুতি ,
নেই আশার আলো ,আজ আমার ভুবনে আগুন জ্বালো ।


আমার মায়ের কত স্বপ্ন ছিল ,একটি ছেলে তার ,
কোন স্বপ্ন বোধয় হবে না পূরণ ,অভাগা সন্তান যার ।
চঞল সেই ,দুষ্টু ছেলে মায়ের স্বপ্ন করবে পূরণ ,
হয়তোবা মায়ের ভাঙা স্বপ্নে ,ছেলেটির হবে অবশেষে মরণ ।
এ পৃথিবীতে সে কি দিল ,শুধু সব চেয়ে নিল ,
অভাগা সেই ছেলের মিললনা কোন আশ্রয় ,
অসুস্থতা দেহের তাড়ায় ,
প্রতিক্ষণে তার সময় থমকে যায় ,অন্ধকার এসে দাঁড়ায় !


মায়ের স্বপ্ন না করে পূরণ ,
মৃত্যুকে করে বরণ ,
মায়ের মনে দুঃখ সব দিলাম আমি ঢেলে ,
মৃত্যু তাকে ডাকছে বোধয় ,
ছেড়া রয়ে যায় স্বপ্ন , মায়ের সেই একটি ছেলে ।