পড়লিখা করে যে ,
         গাড়ি ঘোড়ায় চড়ে সে ....
কে বলেছে ভাই ,
পড়লিখা করলে নাকি ...
          নাম খ্যাতিও অনেক পাই ।


পড়লিখা করি নাই মুই ,
          হয়নি প্রাইমারী পার ....
আল্লাহ দিলে মুই খুশি ,
ইন্শাল্লাহ মুই টেরাক বাস দেরাইভার ।


পড়লিখা করে হবে কি ?
কে কি করতে পারছে ?
অনেকেই এরহম বলে ভাই ,
আমি বলি ,
          পড়লিখা বুঝসনি তুই ,
          বল ,কি তুর চাই ।
পড়ালিখার মত পড় তুমি ,
অনেক কিছু পাবে ,
অনেক কিছু হয়ত হারাবে ,
তবে যাবে না ,যা তুমি পড়ালিখাই পাবে ।


তবে পড়ালিখা করিও না তুমি ,
পাবার আশা গোল্ডেন ,
পড়ালিখা কর তুমি কিছু শিখার জানার আশায় ....
দেখবে জীবন আর পড়ালিখা আনন্দ দিবে ,
দিবে ভালবাসায় ।


গোল্ডেনের জন্য যারা পড়ে ,
আমি বলি তারা জিরো ,
আর যারা আহরিত করে জ্ঞান ,
তারাই আসল হিরো ।।


এই দেশের ছেলে মেয়েরা গোল্ডেনের পিছনে দৌড়ে ,নামী দামী কলেজগুলাও গোল্ডেনের পিছুনে দৌড়ে ,আসল মেধার পিছনে কেউ দৌড়ে না ,তাই উল্লেখিত এই ছড়ার প্রথম পংকি গুলা সত্যিকার অর্থে এই দেশের জন্য শতভাগ প্রযোজ্য ।
এই দেশের ধনীরা নানান দামী ,অনেক অসাম টিচারের কাছে ছেলে মেয়েরা পড়ে অনেক টেলেন্ট হয় আর সাফল্য আসে ,টিভিতে দেখি তারা খুশিতে ,গোল্ডেন পেয়ে ডোল বাজায় নানান আনন্দ করে ।
তখন আমার মনে আসে না খুশি ,বরং আরো কান্না আসে কারণ ,
আমার মত গরীবেরা কোন প্রাইভেট পাই নি ,
পাই নি সুযোগ তার জ্ঞানের গভীরতা দেখানোর ......


কিছু পুস্তক বিদ্যা মুখস্ত করে ,আর পরীক্ষার সাদা খাতা কালোর পিছনে এই দেশের ভবিষ্যত আর গোল্ডেন আর সফলতা ......


জ্ঞানের দিক দিয়ে ,কিছু নয় ....


সাদা কালোর মাঝে জ্ঞান নয় ,
সাদার মাঝে কালো ছায়া কিছু রঙিন কল্পনার বাস্তব রূপ হচ্ছে জ্ঞান ।
গোল্ডেন পাওয়া মানে জ্ঞানী নয় ,
গোল্ডেন পাওয়া মানে মেধাবী নয় ,
গোল্ডেন পাওয়া মানে সফলতা নয় ,
গোল্ডেন পাওয়া মানে ভাল স্টুডেন্ট নয় ,
গোল্ডেন পাওয়া মানে জ্ঞানের সাগর নয় .....


শুধু মাত্র লোক দেখানো ভন্ডামী ,
টাকাই গোল্ডেন ,টাকাই সেরা ....


তবে অনেক গরীবরাও যারা কোন প্রাইভেট পড়েনি এমন অনেক ছাত্রও গোল্ডেন পাই ,তবে তা নগণ্য ...তাদের জন্য আমার প্রেম ,তাদের জন্য আমার ভালবাসা আর শুভকামনা ।