লালচে রক্তের মত ,
শিরী ধমনীর রন্ধ্রে রন্ধ্রে ...
যখন কষ্ট সারা শরীরে সুঁচের মত আঁচডে যায় !


অক্সিজেনের মত যখন জীবনে একটু সুখ চাই ,
কষ্ট ধরা দেই ,কষ্টে জীবন ভরে যাই ,
তবে জীবন আর চাই কি ?
কেমনে দুমুটু আহার জোগায় ?
আর কেমনেইবা আরো দুদিন বাঁচতে চাই ?
আমি যে পিচ্চি নামে পরিচিত কখনো আবার টোকাই ...


শহরের অবর্জনার স্তুপ যেখানে জমে ,
যেখানে আলতো আলতো স্পর্শ কমে ,
সেখানেই আমি খুঁজে বেড়ায় আমার অসহায় পরিবারের আহার ,
কত বেলা যে উপোস নেই হিসাব ,খুঁজে যায় আবর্জনার পাহাড় ।