তোমায় পাই
তোমায় হারাই
এ ধূসর মানচিত্রের পুরোটা জুড়ে তোমার ঠাই


গুমোট অন্ধকারে ঝিম ধরা মাথায়
আবার শীতের সকালে এক রাশ কুয়াশায়।


গভীর রাতে রজনীগন্ধার তীব্র গন্ধ
তীরের ফলার মতো প্রবেশ করে মগজের ভেতর;তোমাকে ডাকে
তুমি চলে যাও
একে একে চলে যায় তোমার স্পর্শ,তোমার স্মৃতি
তোমার আমার না বলা হাজার কথা;সবই বৃথা


বলো,এতো তীব্র অনুভূতি কি দোলা দেয় না তোমার হৃদয়?
নাকি ডোমের চার নাম্বার লাশটার মতো নিথর পড়ে রয়।