প্রেয়সীর আচলে বাঁধা ভালোবাসা ছিন্ন করে
যে নাবিক পালিয়ে গ্যাছে বন্দরের নৌপথ ধরে।
তার পায়ে দুঃখ লেগে থাকবে আজন্ম।
বুকের মাস্তুলে জিইয়ে রাখা একুশ বসন্ত-
যা কবিতার মতো বেড়ে উঠেছে
নিখুঁত শব্দচয়নে।
এবং শিমুলের সুবাস নিয়ে আছড়ে পড়ছে মধুকূপী ঘাসে।
কথিত আছে,
এই ভুল কাঁধে নিয়ে এগিয়ে যাওয়া দুঃসাধ্য।
নাবিক, তুমি ঘুরে দাড়াও;
নোঙর ফেলো হাওয়ার বুকে;
এভাবে হারিয়ে যেয়ো না বর্ণের ভিড়ে।
যদি কোনো আষাঢ়ের কালো মেঘে
আকাশ ডুবে যায় গাঢ় অন্ধকারে
তোমার ঠোঁটে যাপিত
বিরহী সুখ
কেঁপে উঠবে।
হাপিয়ে উঠবে ফিরে আসার অনুশোচনায়।
সকাল-দুপুর-রাত শিমুলের ঘ্রাণে
মগ্ন অভিব্যক্তি-
প্রেয়সীর আচলে বাঁধা ভালোবাসা ছিন্ন করে
যে নাবিক পালিয়ে গ্যাছে আলোয় মুখরিত দিগন্তের পথে।
তার শিয়রে দুঃখ কেঁদে উঠবে আজন্ম।