শহুরে ব্যস্ততায় গুঁড়ো হওয়া সংসার
দত্তক যাওয়া আলোর মিছিলে
দিয়েছিলে প্রভু ঠাঁই।
নিদারুণ ঠিকে আছি সবুজ পাতার কংকালে
ঠোঁটে চেপে মুখস্থ শ্লোগান।
জানি এসব রাস্তা ফিরবে না বাড়ির পথে!
আমরা পৌঁছেছি ভগ্নদশায়
মহাকালের রঙিন কারুতে....!
নিয়ম ভাঙার নৃত্যে-
অভ্যস্ত হয়ে আছে পেণ্ডুলাম।
পাজরে ক্ষত;
বুজে আছি চোখ;
কালক্ষেপণ হচ্ছে না সৃষ্টির পথে!
প্রেমিকার মতো অভিমান নিয়ে শব্দ চলে গ্যাছে আলোকবর্ষ দূর।