সময়ের ডাকবাক্স হাতে ঘুরছি কংক্রিটের দেয়ালে।
চোখ বুজলেই চারপাশে শীত নামে।
স্মৃতিতে গড়ায়-
গত ডিসেম্বরের আগের ডিসেম্বর।
বিষাদে ছেয়ে যায়
চা'য়ের তেপান্তরে বিলীন হওয়া কয়েকটা বিকেল;
চৌরাস্তার মোড়;
একটা বটগাছ;
একটা ছোট্ট নদী;
বর্ধিত কিনারা;
কাঠের পুল;
নির্জন রাস্তা;
অপেক্ষাকৃত কম ধূলো;
পাহাড়ি ঢাল;
একটা বাংলোঘর;
সবুজ ঘাসে আঁকা গল্ফ মাঠ;
রাবার গাছের সারি;
কুয়াশা চাদর;
সন্ধ্যা আসন্ন.......
আমরা তিন;
হাঁটছি ক্লান্তিহীন;
গন্তব্য শহর।
এই ছিলো মাত্র সহস্র দিন আগেকার কয়েকটা বিকেল।
যা গাঁথা আছে মনের অতীতে।
অন্ধকারের বাহুডোরে;
ক্ষতি নেই,
আলেকজান্দ্রিয়ায় এলিয়ে দিয়েছি সময়ের চাকা।
এতো আলো আগে দেখিনি।
এতো ভালো আগে লাগেনি।