আঁধারে থমকে আছি!
বিষাদের নীল কারাগারে....
আকাশ হতে নেমে যেসব পথেরা খোয়া গ্যাছে মানুষের ভিড়ে-
সন্ধ্যের ঘরেফেরা বদলে-
দূরবীন দিয়ে মেপেছি সেসব দূরত্ব।
বিক্ষিপ্ত পায়ের দাগ;
স্পষ্ট ফুটে উঠছে আয়ুরেখায়।
কতোকাল ধরে অপেক্ষায় আছে মুমূর্ষু ইচ্ছে-
ঋতুর মতো রঙ পালটে-
ক্ষয় করেছি- আঁধারে আলোর গল্প!
ম্লান চোখে চেয়ে-
সব দেখেছে বুকের বোতাম।