আকাশে ফাল্গুনি চাঁদ নেই।
উপহাস ভরা শহরের বিচলিত ঠোঁটে
রাজনৈতিক গোঙানি শোনা যাচ্ছে।
সোডিয়াম আলো প্রসঙ্গ বাতলে দিলেও
পিচঢালা সড়কে বিদঘুটে অন্ধকার লেপ্টে থাকে।
ঈশানকোণে গণতান্ত্রিক খরা সামলাতে না পেরে-
স্বৈরাচারী ভাব পুষছে ডাস্টবিন সংলগ্ন কাঁকগুলো।
আর এদিকে আমি-
সময়ের উদাস প্রবাহে-
অষ্টপ্রহরে উপস্থিত হয়েছি।
বসন্তের আগমনী উৎসবে কোনো সুর তুলা হয় নি!
কোকিল বিলুপ্তপ্রায় বলে,
আমি এবং আমার একুশ বসন্ত মুখ থুবড়ে পড়ে আছি জানালার সম্মুখে।
শুধু বুকের মাস্তুলে জিইয়ে রেখেছি-
সহজাত ভালোবাসা-
মাতাল হাওয়ার তরে!
যদি কোনো স্নিগ্ধ দুপুরে জেগে উঠে দূর্বার দল
অভিমানের কণ্ঠে চেঁয়ে বসে বাদল দিনের সুখ।
তবে ঝরা পাতায়-
কাটিয়ে দেবো চেতনাহীন মৃত্যু।