এইতো সেদিন, এক বর্ণিল সন্ধ্যায়
তোমার বিয়োজন হাতে দাঁড়িয়েছিলাম।
সব ঠিক ছিলো।
শুধু কুয়াশার উষ্ণ বিবর্তনে মাতাল ছিলাম আমি!
বুঝতে পারি নি সমুদ্র নাকি পাহাড়
কোথায় শুয়েছিলো আমার মলিন অসুখ!?
সবুজ ঘাসে মৃত্তিকা ভেবে আধবেলা কাটিয়েছি।
স্নান শেষে সুরাপাত্রে অনেকটা তলিয়ে গ্যাছি-
বড্ড অমিশ্রিত।
আজকাল বেঁচে থাকার অভিপ্রায় আকাশ দ্যাখি!
যদিও হেমলক পান আবশ্যক নয়।
গতরাতে ডাকপিয়নের চিঠি পেলাম।
চিঠিটা ইঙ্গিতবহ।
প্রতি উত্তরে এটুকুই বলেছিলাম,
"পিয়ন, কুয়াশায় মোড়ানো শহর আমাদের।
সময়গুলো এভাবে পুড়িয়ে দিও না।
তুমি বরং অপেক্ষায় থাকো এক উর্বর সকালের"।
আকাশে নক্ষত্র নিভে গ্যালে-
চোখের ভেতর শীত থেমে যায়।
বিবর্ণতা দূরত্ব এঁকে যায় অনুভবের বাস্তবতায়।
ভ্রমণে গ্যালে নেহাত মন্দ নয়
শিক্ষা সফর নিয়েই কথা হচ্ছে.....
একটু পরেই সিদ্ধান্তে পৌঁছাবে আমার বন্ধুরা।
মৃত্তিকা নাকি বালি কী চাইবে তারা!?
আমার তো মেঘ ছোঁয়ার সাধ!