রুদ্দুর গিলে খাচ্ছে সবুজ দিগন্ত।
ঘাম ঝরছে দ্বিপ্রহরের আকাশ বেয়ে।
উহুঃ... কী অসহ্য গরম......
মহীরুহে প্রাণ নেই!
ফলপ্রসূ-
বন্দরের কোলাহল উপেক্ষা করে একটি পাখি বাসা ছেড়ে উড়ে গ্যালো।
উড়ে গ্যালো পালকে জমানো বিষণ্ণতা নিয়ে।
যেখানে মেঘ বৃষ্টি হয়ে নামে;
শীতল চাদরে ঢেকে দ্যায় সমস্ত জড়তা।
আমি দাঁড়িয়ে দর্শক বনে গেলাম।
আমার কোনো পাখা নেই।
নেই ঘাম জড়ানো বিষণ্ণতা নিয়ে কোথাও উড়ে যাওয়ার মতো আশ্রয়।
আমি শুধুই দর্শক।
এবং দর্শক।