বাহির পানে জমিয়া উঠিছে বসন্ত আনমনে,
বন্ধু, তব চলিয়া আসো মাতিবো নব রঙ্গনে।
চারিদিকে আজি নতুন সুরুজ উদিত হয়ছে প্রাণে,
কোকিল কণ্ঠে গাহিয়া গ্যালো শীতল বিজন বনে।


মনের ভিতরে পুষিয়াছো যতো বিষাদের কালো হুক,
হৃদয় খুলিয়া দাওগো এ প্রাতে যন্ত্রণা দূর হোক।
টুটাইয়া দিতে আপনার যতো সিন্ধু ভরা ক্লান্তি,
আসিয়াছে সময় বিধুর গগনে খুঁজিয়া লও গো শান্তি।


এই যে তোমার চলে যাওয়া মোর আকাশ শূন্য কোরে,
একাকি বসন্ত লুটাইয়া পড়িছে সারাটি দুপুর ভরে।
জানালার পাশে থাকিতে যদি অপেক্ষা-রথ ধরে,
বাতাসে আমার মেশক ছড়াইতাম মেখে নিতে আদরে।


এইতো ব্যালা গড়িয়ে যাচ্ছে ফাগুন দিনের পথে,
আসবে কি তাহা চৌকাঠ চিনে রৌদ্র অতীত হাতে।
কতো যে আষাঢ় ফুঁটিয়া রহিছে আপন হৃদের মাঝ,
ভারী হইলেই ঝরিয়া পড়িবে অভ্রের কালো সাঝ!


ঝরাপাতা কাব্যসুখে রচিয়াছে যে গান
কবির মৃত্যু হইলে তব করিয়ো সে সুর দান।
মন যদি চায় লিখিতে গল্প নিশি সকাল কোরে,
কাগজের ভেতর পাবে গো আমায় রহিবো জনম পরে।