জানি এইসব পউষের রাতে তুমি ঘুমাও না।
প্রবীণ স্মৃতিগুলো একপাশে রেখে জেগে থাকো অবচেতন।
আমিও ঘুমাই না!
বিশেষ করে পউষের পূর্ণিমায়
যখন পৃথিবীতে আটি আটি অন্ধকার বিরাজ করে।
যখন বৃক্ষের আড়ালে কেঁপে ওঠে বৃক্ষের ছাঁয়া।
আর মৃদু বাতাসে দোল খেতে থাকে বাগানের হলুদ ফুলগুলি।
ভাবি, যদি ওই হলুদ ফুলগুলোর মতো সহজে প্রস্থান করা যেতো, মন্দ হতো না।
কিন্তু দিনশেষে মায়াগুলো গাঢ় হয়ে আসে।
গোলাপের নরম পাপড়ির মতো।
যা গভীরভাবে আচ্ছন্ন করে।
ছিঁড়ে ফেলা তো দূরে, ছুড়ে ফেলাও যায়না।