চোখের ভেতর কয়েকটা ঘুম হত্যা কোরে-
কৃষ্ণপক্ষের অন্ধকার হাতে দাঁড়িয়ে আছি অলস ব্যালকনিতে!!
প্রতীক্ষিত এক বৃষ্টি-ফোটা
তোমায় ছুঁবে বলে আকাশ-ছাড়া হয়েছিলো............
সেই বোধ নিয়ে আজো অপেক্ষায় থাকি।
অনেক বছর পেরিয়ে যাচ্ছে...
তোমার নামে আঁকা হয় না বাসন্তী আলপনা।
আবির রঙে পা রাঙিয়ে বৈশাখী নৃত্যে
মেঘেদের বাড়ি ফেরার হাতছানি!
হলুদ খামের ভেতর প্রশান্তির বৃষ্টি ঢেকে দিয়ে-
কতো রোদ ঘর ছেড়ে পালায়
বুকের উষ্ণতায়-
হিমালয় গলে নদী বয় হৃদয় থেকে হৃদয়ে।
ঋতু পালটায়.....
এক,দুই....ছয়,এক.....
ফিরে আসার পথে-
মরীচিকা দল বেঁধে ঘনীভূত কোরে সন্ধ্যা।
মায়ার ভেতর থেকে পা বাড়ায় দলছুট মেঘ।