অধীর আগ্রহ নিয়ে
জেগে আছে-- ভোরের বারান্দা।
বর্ণের সুনীল বিন্যাসে আটকে পরার অপেক্ষায়।
একটু পর তারা নিভে গ্যালে- অন্ধকার খুয়ে যাবে....
আলো সতীন হয়ে আসবে
পথে ঘাটে বইতে থাকবে-
তোমাদের লুণ্ঠিত শীৎকার।
রোজকার নিয়মে হৃদয় ভাগ হয়ে যাবে-
বেদনার সমানুপাতে।
আর
অক্ষিগোলকের ভেতর থেকে সারি সারি কথা-
তোমার চুলের বেণী বেয়ে নেমে পড়বে
সাঝের বেলা
জেনে রাখো ব্যথার সখী-
ভালোবাসার লেনাদেনায় যদি দুঃখ বলে কিছু থাকে-
তবে তা ভালোবাসাই।