পৃথিবীতে বহু মানুষ আলপিনের দূরত্ব বেঁয়ে চলে যায়!
কখনো সময় কখনো ধোঁয়াশা...
এভাবে পাশ কাটিয়ে অতিক্রম কোরে বহু শীতল ভ্রমণ।
তারপর
সমুদ্রের ঢেউ উঠে আসে
আমাদের বিস্তৃত ব্যালকনিতে।
আলোচনা শুরু হয়-
সুদূর পাহাড় থেকে ভেসে আসা বসন্তের শীৎকার;
নিভৃত যে ফুলটি ঝরে যায় অগোচরে,
গভীর আর্তনাদ এবং শুকনো পাতার মেরুদণ্ড;
মুখোস এবং তারা মানুষ নয়;
ফাগুনে বৃষ্টি না হলে যে কুড়িটি মরে যায়;
চৈত্র কি শুধু পোড়াতে জানে হলুদ খামের আহ্লাদ?
রাষ্ট্রীয় শহীদের প্রতি ফুল নাকি প্রার্থনা?
মূলত যেসব সমীকরণ তুলে ধরে সমীরণ
তা বড্ড ছোঁয়াচে এবং ভয়ঙ্কর।
"শহরের রাস্তাগুলোতে মিছিল একেঁ
যাওয়া গণতান্ত্রিক কঙ্কাল এবং তাদের মুখস্থ স্লোগান কোনোদিন দেখবে না স্বপ্নসকাল"!
এই অভিশাপ দিতে দিয়ে পথের ধারে যে করুণ দু'টি চোখ শুয়ে পড়ে তার মধ্যে ঋতুভেদে কোনো পার্থক্য ভাসে না।
যদি কোনো কোকিল ডাকা দুপুরে মনে
হয় কয়েকটি ভিন্ন পথ মিলে গ্যাছে একটি পথশিশুর হাসির আদলে।
তবে জেনে নিন রাষ্ট্র স্বপ্ন-সকাল দূরে নয়।